এবার বাড়ছে চালের দাম

কৃষকের ঘরে উঠেছে বোরো মৌসুমের নতুন ধান। ধানের এই ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী চালের বাজার। সাধারণত বাজারে নতুন ধান আসা শুরু হলে চালের বাজার কমে যায়। কিন্তু গত ক’বছর ধরে এর ব্যতিক্রম ঘটছে।

চাল ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম হঠাৎ বেড়ে গেছে। এবার হাওরে বন্যা ও বৃষ্টিতে ফসলহানি হয়েছে। এছাড়া কিছু কিছু শিল্পগ্রুপ ধান–চাল মজুদ করার কারণেও চালের দামের এই ঊর্ধ্বগতি বলছেন তারা।

নগরীর দুই বৃহৎ চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা গেছে, এক–দুই সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের সরু চালের দাম বস্তায় ২০০ টাকা বেড়ে গেছে।

চালের আড়তদাররা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ২০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৩৫০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে ২ হাজার ২৫০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে গিয়ে ৩ হাজার ৬০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, মিনিকেট আতপ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা, পাইজাম আতপ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকা, স্বর্ণা সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ২০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ ১৫০ টাকা বেড়ে ৩ হাজার ৫০০ টাকা এবং মোটা সিদ্ধ চাল ১০০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়।

চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ বলেন, চালের বাজার এখন বাড়তি। বিশেষ করে ধানের দাম বেশি। এবার প্রত্যাশিত ফসল উৎপাদিত হয়নি। ধানে চিটা বেশি, যার ফলে দাম বাড়ছে।

মে ১৮,২০২২ at ১১:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দআ/রারি