‘নো ভ্যাকসিন নো সার্ভিস’, আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

দুঃখের বিষয় এক মাসে আফ্রিকা থেকে ২৪০ জন এসছে তাদের খোঁজা হচ্ছে। তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

দক্ষিণ আফ্রিকা থেকে কেউ যাতে না আসেন সেটি চায় সরকার। দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে।

আরো পড়ুন:
গাইবান্ধায় মা ও মেয়েকে গণধর্ষণ: ৩জনের যাবজ্জীবন
ফুলবাড়ীতে ভোট পুনঃ গণনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

জাহিদ মালেক বলেন, এখন ‘নো মাস্ক নো সার্ভিস’ নয় এখন সরকার বলতে চায়, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’। করোনার ধরন ওমিক্রণ এখন আতঙ্ক তৈরি হয়েছে বিশ্বে। এ নিয়ে অনেকে দেশেই সীমান্ত কড়কড়ি করা হচ্ছে। ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। তাই সবক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি।

তিনি আরও জানান, স্কুল কলেজ যে অবস্থায় আছে এভাবেই থাকবে। তবে স্বাস্থ্য বিধি মানতেই হবে।

নভেম্বর ৩০.২০২১ at ১৬:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ