বুধবার থেকে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর

শিক্ষার্থীদের আন্দোলনে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্ল্যাহ এ তথ্য জানান।

তিনি বলেন, এ নির্দেশ শুধুমাত্র রাজধানীতেই বহাল থাকবে। ভাড়া দেয়ার সময় অবশ্যই শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবে। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে। তবে, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, মৌসুমী ছুটি ও অন্যান্য ছুটিতে এ সুবিধা থাকবে না।

আরো পড়ুন:
বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় -হুইপ ইকবালুর রহিম এমপি
বদলগাছীতে ১৫ লাখ টাকায় আয়া পদে নিয়োগের অভিযোগ

এ সময় সরকারের কাছে ভর্তুকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের ৮০ শতাংশ বাসমালিক দরিদ্র। অনকেই তাদের একটিমাত্র বাস দিয়ে জীবিকা নির্বাহ করেন। আমরা আশা করি সরকার তাদের কথা বিবেচনা করে আমাদের দাবির বিষয়টি দেখবেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে এ শর্ত তুলে নিয়েছি।

সারাদেশে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নেয় সরকার।

নভেম্বর ৩০.২০২১ at ১৫:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/জআ