তিন মাথাওয়ালা সাপ নাকি প্রকৃতিরই একটা নিদর্শন?

সম্প্রতি টুইটারে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তিন মাথাওয়ালা একটি ‘সাপ’ গাছের ডালে রয়েছে।

এমনিতেই সাপ দেখে অনেকে ভয় পায়। তাও আবার তিন মাথাওয়ালা সাপ! এই ছবিকে নিয়েই এখন আলোচনা নেটমাধ্যম।

ছবিটি টুইটারে ‘রব এন রোল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ছবিটি দেখার পর কেউ বলেছেন ‘অ্যাংরি স্নেক’, তো কেউ আবার বলেছেন চমৎকার। তবে এই ছবিতে যে একটা চমক আছে সেটা প্রথম দেখার পরই কেউ ধরতেই পারেননি।

এই ছবির মধ্যে একটি চমক আছে, কিন্তু কোথায় সেই চমক?
ছবিটি দেখে ১২ জনের মধ্যে ১০ জনই হয়তো বলবেন এটা সাপ। কিন্তু আদতে এটা কোনও সাপ নয়। তিন মাথাওয়ালা তো নয়ই।

এটা প্রকৃতিরই একটা নিদর্শন। এই পৃথিবীতে কত রকমের প্রাণী আছে এবং শিকারের হাত থেকে বাঁচতে কত রকম ভাবে নিজেদের অভিযোজন করে তারই নিদর্শন এটি।

আরো পড়ুন:
ফেসবুক, অ্যামাজন, গুগলের আর্থিক তথ্য তদন্ত করবে যুক্তরাষ্ট্র
মণ্ডপে ‘কোরআন রাখার ঘটনা স্বীকার’ করলেন ইকবাল

ছবিতে দেখা যাওয়া ‘তিন মাথাওয়ালা সাপ’ আদতে একটি প্রজাপতি। নাম ‘অ্যাটাকাস অ্যাটলাস’। বিশ্বের বৃহত্তম প্রজাপতি এটি। এদের আয়ু মাত্র দু’সপ্তাহ। এরা ডিম পাড়া এবং ডিমগুলোকে শিকারির হাত থেকে রক্ষা করার জন্য সাপের মতো ছদ্মরূপ ধারণ করে।

সুতরাং, ছবি দেখেই তিন মাথাওয়ালা সাপ বলে যাদের ভ্রম তৈরি হয়েছিল, সেটা আদতে বিষধর তো নয়ই, সাপই নয়। নিরীহ একটি পতঙ্গ।

অক্টোবর  ২২.২০২১ at ১৭:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ