এবার পৌরসভার ‘মেয়র’ হলেন শিশু জবা

খাগড়াছড়ি পৌরসভার প্রতীকী মেয়র হয়েছে এসএসসি পরীক্ষার্থী জবা ত্রিপুরা। জবা এক ঘণ্টার জন্য মেয়র নির্বাচিত হয়।

কন্যাশিশুরা সমান সুযোগ ও সমানধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন তাদের সমাজ ও সমাজের মানুষের এ ধারণা থেকে ব্যতিক্রমী এই কাজ করা হয়।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর কক্ষে এ প্রতীকী মেয়ররে দায়িত্ব দেওয়া হয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জবা ত্রিপুরাকে।

এ সময় বর্তমান মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রতীকী মেয়র জবা ত্রিপুরাকে ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় পরিয়ে এক ঘণ্টার জন্য দায়িত্ব প্রদান করেন।

আরো পড়ুন:
কোটচাঁদপুর পৌরসভায় দূর্ধর্ষ চুরি!
আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান মঙলা

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, খাগড়াছড়ির স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং ও খাগড়াছড়ি পৌরসভার সহযোগিতায় কন্যাশিশু জবা ত্রিপুরাকে এক ঘণ্টার জন্য প্রতীকী মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

অক্টোবর  ১৭.২০২১ at ১৬:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ