ফেসবুকের সেবাগুলো বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের কবলে

ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ ফেসবুকের সেবাগুলো বিশ্বজুড়ে বড়ধনের বিভ্রাটের কবলে পড়েছে।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে নয়টার পর থেকে এ সমস্যা হচ্ছে জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, ফেসবুক পেজেই তারা ঢুকতে পারছেন না। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকে কোনো বার্তা পাঠানো যাচ্ছে না।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, কুয়েত, ভারত ও ফিলিপিন্সের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যায় পড়ছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ব্যবহারকারীরা ফেসবুকের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ার কথা টুইটারেও প্রকাশ করছেন।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আলাদা বার্তায় জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তারা কাজ করছে। ইন্সটাগ্রামও একই ধরনের বার্তা দিয়েছে। তবে কী কারণে এই বিপত্তি ঘটল, সে বিষয়ে কোনো ধারণা তারা দেয়নি।
এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ডাউন ডিটেকটরে অভিযোগ করেছেন। ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যন্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে।