শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাট সদর,পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সাবির্ক তত্বাবধানে এবং বিদ্যুৎ বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব নিরোদ চন্দ্র মন্ডল, আর ইবি’র প্রকল্প পরিচালক আব্দুর রহিম মল্লিক, তত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া) মাহবুবুর রহমান।

আরও পড়ুন :
ইমাম মুয়াজ্জিন নিচ্ছে কাতার
পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে ২ কোটি মানুষ

আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান এস.এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়াম্যান মুনিরুল শহীদ মুন্না, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিউল হক, পল্লী বিদ্যুৎসমিতি বোর্ড এর সভাপতি রেজাউল করিম সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা।

জয়পুরহাটে বিদ্যুৎতের সুফল ভোগী সদর থানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাঈম হোসেন ও একজন প্রতিবন্ধি’র সাথে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১০:৩০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাইটি/এএএম