চৌগাছার বিশিষ্ঠ ঠিকাদার ও আ’লীগ নেতা শফিকুলের মৃত্যু, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের শোক জ্ঞাপন

ফাইল ছবি।

যশোরের চৌগাছার বিশিষ্ঠ ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজ গ্রাম উপজেলার ভাদড়ায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় চৌগাছা ঝিকরগাছা আসনের সাবেক এমপি এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস, এম সাইফুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :

> বঙ্গবন্ধুর কর্ম সম্পর্কিত পুস্তকের প্রচ্ছদ প্রদর্শনী শুরু
> কুড়িগ্রামে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

মরহুমের ভাতিজা আক্তারুজ্জামান তুহিন বলেন, তার চাচা শফিকুল ইসলাম বুধবার রাতে এশার নামাজ মসজিদে জামাতে আদায় করেন। এরপর বাড়িতে এসে বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। একপর্যায়ে ব্যাথা প্রচন্ড শুরু হলে প্রথমে চৌগাছা হাসপাতাল পরে যশোর ইবনেসিনা হাসপাতাল শেষে যশোর সদর হাসপাতালে করোনারি কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টা ৪০ মিনিটে তিনি সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

এ দিকে বিশিষ্ঠ ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আগস্ট ২৪, ২০২৩ at ২০:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর