চন্দ্রযান-৩’র সাফল্যে ভারতকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি- সংগৃহীত।

চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণের সাফল্যে ভারতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ আগস্ট) জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌজন্য সাক্ষাতের সময় এ অভিনন্দন জানান। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন :
> ব্রিকসের নতুন ৬ সদস্যের নাম ঘোষণা
> ভোলার চরফ্যাশনে ৭ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

হাইকমিশন জানায়, চন্দ্রযান-৩-এর এই সাফল্যের জন্য দেশটির জনগণ এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নরেন্দ্র মোদির সাথে সৌজন্য সাক্ষাতে, এই গুরুত্বপূর্ণ উপলক্ষে ও এই ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে, চলতি বছরের ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু চন্দ্রযান-৩।

এক মাস নয় দিনের যাত্রা শেষে বুধবার (২৩ আগস্ট) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করে এই চন্দ্রযান-৩। আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হল প্রথম দেশ।

আগস্ট ২৪, ২০২৩ at ১৭:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর