দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নদী ও খালে উপজেলা মৎস অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমান অবৈধ চায়না দ‚য়ারীসহ বিভিন্ন প্রকার জাল জব্দ করেছে প্রসাশন।২২ আগস্ট মঙ্গলবার পৌর শহরের লালমাটি ও শ্যামপুর এলাকার করতোয়া নদীর উপ-নদী মহিলা নদীতে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা রিয়াজ মোর্শেদ জানান, থানা পুলিশের সহযোগীতায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে ৭২০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার মধ্যে চায়না দুয়ারী ১৯টি, ফাসের জাল ১টি, ঘন সুতি জাল ৫টি। যার আনুমানিক ম‚ল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
পরে দুপুরে উপজেলা পরিষদের সামনে উন্মুক্ত স্থানে আগুনে পুড়ে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়েছে।দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ সব অবৈধ জাল বিক্রি ও ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ধ। এ সকল জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আগস্ট ২২, ২০২৩ at ১২:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাউআমা/মেমহ