’অডিট রিপোর্ট’ দিতে আরো সময় পাচ্ছে ব্যর্থ দলগুলো

ছবি- সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) প্রতিবারের ন্যায় এবারও রাজনৈতিক দলগুলোর বার্ষিক ‘অডিট রিপোর্ট’ প্রকাশ করবে না। রাজনৈতিক দলগুলো অন্তত এক যুগ ধরে বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব বিবরণী জমা দিলেও কোনো পক্ষই তা বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করছে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জেপিসহ নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২০টি দল নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব বিবরণী জমা দিয়েছে। বাকিরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। তারা আরো সময় চেয়েছে।

আরো পড়ুন :

> দেশের প্রধান দুই শত্রু, এক শত্রু বিএনপি আরেক শত্রু ডেঙ্গু
> কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেপিসহ অন্তত ২০টি দল ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিয়েছে। বাকিরা সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। কেউ কেউ এক মাস, দেড়-দুই মাস সময়ও চেয়েছে।

তিনি বলেন, দলগুলোর আবেদন বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়ার পক্ষে কমিশনে ফাইল উপস্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে প্রতিবেদন দিতে সময় বাড়বে।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) স্বীকৃত চার্টার্ড একাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করে দলগুলোর আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা নেয় ইসি।

এর আগে, ২০১৬ সালে আদালত এক রায়ে বলেন- রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশে ‘বাধা নেই’। হাইকোর্ট বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে নির্বাচন কমিশন দলের সম্মতি ছাড়াই তা প্রকাশ করতে পারবে।

আগস্ট ১৯, ২০২৩ at ১৪:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এস/ইর