ভোলায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলায় ১০ কেজি গাঁজাসহ মো.শহিদুল ইসলাম (৩৪) নামের এক যুবককে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা।

শুক্রবার ভোলা সদর পৌরসভা ১ নং ওয়ার্ডস্থ পান বাজার ট্রাফিক পয়েন্টের ইলিশা-ভোলা- চরফ্যাশন মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

> কাজিপুর উপজেলা শিল্পকলা একাডেমী, অন্তঃসারশূন্য প্রতিষ্ঠান
> মাদক’সহ কারবারি র‍্যাব-৯ কর্তৃক আটক-১

আটক মো. শহিদুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোলপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নোয়াপাড় গ্রামেরা মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানিয়েছেন সে আন্ত:জেলা মাদক চোরা কারবারী দলের সক্রিয় সদস্য।

ভোলা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাঈদ আহমেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে পান বাজার ট্রাফিক পয়েন্টের ইলিশা-ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপর ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করেন।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আগস্ট ১৯, ২০২৩ at ১৩:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর