যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান করেন। ধ্বংস স্তুপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ান।
তিনি বলেন, ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, আর ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। আমাদের সকলের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বাসের জায়গা শেখ হাসিনা। সন্ত্রাস রুখতে, জঙ্গিবাদকে রুখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
আরো পড়ুন :
> সিরিজ বোমা হামলার ১৮ বছর : বিচারকাজ দ্রুত শেষ হোক
> অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (শ্রীরামপুর) আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপি নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি ক্ষমতায় এসে এ দেশের গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, ভোট চুরির নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছিল। বিএনপি আমলে পরিচালিত অপশাসন ও দুর্নীতির কথা দেশবাসী ভুলে যায়নি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের ওপর নারকীয় কায়দায় নির্যাতন চালিয়েছিল, ভিন্নমত দমনে ইতিহাসের জঘন্য নজির স্থাপন করেছিল।
শুক্রবার বিকালে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, মুক্তিযোদ্ধাকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু অশোক দত্ত, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম মিন্টু, আনিসুর রহমান, মুনিরুল আলম মিশর, শামসুজ্জোহা লোটাস, মকবুল হোসেন, আব্দুল জলিল, সোহরাব হোসেন, লিয়াকত আলী, হাবিবুর রহমান, গোবিন্দ মজুমদার, শরিফুল ইসলাম, আমির হোসেন মেনা, যুবলীগ নেতা লিন্টু বিশ্বাস, মিলন হোসেন সাদ্দাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ নেতা আলমগীর বাসার।
আগস্ট ১৭, ২০২৩ at ১৯:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর