বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

ছবি- সংগৃহীত।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমভাগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও শেষভাগে হবে টেস্ট সিরিজ। গতকাল কিউইদের বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। একই দিনে রয়েছে এশিয়া কাপের ফাইনাল। টাইগাররা ফাইনালে উঠলে স্বাগতিক দলের আগেই সফরকারীরা পৌঁছে যাবে ঢাকায়।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রায় এক দশক পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশে এসেছেল কিউইরা। সেবারে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

দিবারাত্রির ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি দুই ম্যাচ। প্রতি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে দুই দল চলে যাবে ভারতে।

১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। পরের দিন বাংলাদেশে ফিরবে নিউজিল্যান্ড। টেস্ট সিরিজের আগে ২৩ ও ২৪ নভেম্বর একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৮ তারিখ শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে শেষটি। লাল বলের কোনো ম্যাচের ভেন্যু এখনও জানায়নি বিসিবি।

আগস্ট ১৭, ২০২৩ at ১২:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মাজ/ইর