বেশ কিছুদিন যাবত ধরে লক্ষ্য করা যাচ্ছে বৃহত্তর উত্তরার তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা পূর্ব পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে বলে শুনা যায়। থানা এলাকা গুলোতে প্রতিনিহত চুরি, ছিনতাই মাদক, অপহরনের মত ঘটনা অহরহ ঘটে চলেছে বলে অভিযোগ রয়েছে। এই সমস্যার সমাধানে রিতীমত হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। একেতো লক্করজক্কর মার্কা গাড়ি, বেহাল রাস্তাঘাট, কম জনবলই দ্বায়ী।
কিছু কিছু থানার সামনেই জমে আছে হাটু সমান পানি। কোন থানায় যাওয়ার পথ আবার খাদাখন্দকে ভরা। বিশেষ করে তুরাগ থানা এলাকায় প্রতিনিয়ত কোন না কোন অঘটন ঘটেই চলেছে।
আরো পড়ুন :
> কুবিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের ৩ গ্রুপের পদযাত্রা
> অভয়নগরে চরম বেহাল অবস্থা কয়েক হাজার গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা
কিছুদিন আগে উত্তরখান থানা দিন এলাকা হতে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনাও ঘটে। যে এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। গত ২ দিন আগে উত্তরা পশ্চিম থানা এলাকা হতে সাংবাদিক হামিমকে কে বা কারা কিডন্যাপ করে মুক্তিপণ দাবি করে। ভাগ্য ক্রমে হামিম কিডন্যাপারদের কবর থেকে পালিয়ে এসে নিজেকে রক্ষা করেন। এই বিষয়ে এখনো পর্যন্ত থানা কোন। মামলা গ্রহণ করেননি।
প্রায় মাসখানেক পূর্বে আনন্দ টিভির সাংবাদিক মোহাম্মদ রাসেলের বাসার গ্যারেজের তালা ভেঙে তার বাইক খানা চুরি হয় দক্ষিনখান থানা এখন অব্দি পর্যন্ত বাইকখানা উদ্ধার করতে পারেননি । এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরখান থানার একজন এস আই বলেন অর্থনৈতিক মন্দাভাব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই চুরি ডাকাতি বেড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল কালাম সাহেব বলেন আমরা সাধ্যমত চেষ্টা করছি আইন-শৃঙ্খলা কে নিয়ন্ত্রণে রাখার জন্য। দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব বলেন আইন-শৃঙ্খলার যাতে কোন অবনতি না ঘটে তার জন্য আমরা সদা জাগ্রত। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত সাহেব বলেন আমরা আইন-শৃঙ্খলার উন্নতি কল্পে নিয়মিত টহল জোদ্ধার করেছি ।
সভা সেমিনার করে ভয়ঙ্কর স্থানগুলোকে চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। উত্তরা পূর্ব থানার ওসি নাসির সাহেব বলেন অন্যান্য ডিভিশনের চেয়ে এই ডিভিশনের আইন-শৃঙ্খলা অনেক ভালো। জনগণের প্রশ্ন হল সকল থানার দায়িত্বরত অফিসাররাই বলছেন আইন-শৃঙ্খলার তেমন কোন অবনতি ঘটেনি।তাহলে কথা হলো চুরি, ছিনতাই, অপহরণ, খুন বন্ধ হচ্ছে না কেন?
আগস্ট ১৭, ২০২৩ at ১৭:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোরইমি/ইর