দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সর্বপ্রথম আলোকিত মানুষ হতে হবে: যবিপ্রবি উপাচার্য

ছবি- সংগৃহীত।

প্রতিবছরের ন্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আগামী শনিবার (১৯ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে নানা কর্মসূচি ঘোষণা করেছে যবিপ্রবি প্রশাসন।

ইতোমধ্যে যবিপ্রবি কর্তৃপক্ষ শনিবারের অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে। সকাল সাড়ে ৯টায় যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রায় ৩ হাজার ব্যক্তিকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বিভিন্ন পরীক্ষা এবং প্রাপ্যতা সাপেক্ষে বিনামূল্যে ঔষধ সরবরাহ করবে যবিপ্রবি। এছাড়া ৫০০ পরিবারকে প্রায় আটশত টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। খাদ্য সামগ্রীতে থাকবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবণ।

আরো পড়ুন :

> সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
> রাণীশংকৈলে চেতনানাশক প্রয়েগে স্কুল শিক্ষিকার বাড়িতে সোনা, টাকা ও মোবাইলসেট চুরি

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। ২০১৮ সালে সর্বপ্রথম আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করি, প্রতিবছর আমরা এটা করে আসছি। এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের ৭১ জন দক্ষ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং ঢাকার বিআরবি হাসপাতালের একটি টিম ব্লাডগ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা সেবা দিবে।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মেডিকেল সেন্টারকে আরো অত্যাধুনিক করে এ সেবাকে প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সকলের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সর্বপ্রথম আলোকিত মানুষ হতে হবে। শুধু পড়ালেখা করলে হবেনা, পড়ালেখার পাশাপাশি সামাজিক অঙ্গনে নিজেকে মুক্ত ভাবে বিচরণ করাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবেই দেশ, জাতি তথা সকলের উন্নতি হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. এ এইচ এম আহসান হাবীব। এছাড়াও অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানরা উপস্থিত থাকবেন।

আগস্ট ১৭, ২০২৩ at ১২:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/মোফহা/দেপ্র/ইর