চৌগাছায় যথাযোগ্য মর্যাদায়  জাতীয় শোক দিবস পালিত

যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, কালোব্যাজ ধারন, আলোচনা সভা, মিলাদ, দোয়া এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যূরালে উপজেলা প্রশাসন প্রথমে পুস্পমাল্য অর্পন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :

> তিন দিনে ১৩৫ কোটি আয় করল ‘গদর ২’
> যবিপ্রবিতে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। পর্যাক্রমে মুক্তিযোদ্ধ সংসদ, চৌগাছা থানা, পৌরসভা, হাসপাতাল, যুবলীগ, ছাত্রলীগ, মৃধাপাড়া মহিলা কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ১০ টার দিকে চৌগাছা পৌরসভা হতে একটি শোক র‌্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ হয়। দুপুরের পর হতে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

আগস্ট ১৫, ২০২৩ at ১৬:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর