অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষকী উপলক্ষে মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া ও ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে, ফিল্ড সুপার ভাইজার মাহম্মদ মওদুদ আহমেদর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার আরশাদ পারভেজ, সদস্য যশোর জেলা আওয়ামীলীগ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ৬ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানি পরিচালনা করেন হাপেজ শেখ হেলাল উদ্দীন, অলোচনা সভা শেষে ইন্জিনিয়ার আরশাদ পারভেজ এর উদ্যোগে ১৫০০ ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আগস্ট ১৫ , ২০২৩ at ১৪ : ৪০ : ০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/শাস