চৌগাছায় আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা ও গাছের চারা বিতরণ

জেলার চৌগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকালে বাজারস্থ্য সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। সংগঠনের সদস্য ইশরাত জাহানের সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনা করেন দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবলুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, যুব উন্নয়নের অফিস সহকারী সুজাউদ্দিন শেখ, সদস্য রাফেজা খানম, জিহাদ হাসান, সানজিদা খাতুন, আজমেরী আক্তার প্রমুখ। আলোচনা শেষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।