অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা করছে। কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের পর ‘জিসমিয়া’ ও ‘আকসা’ নিয়ে সরকারের অবস্থান কী, এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের আগে মনে হয় না আমাদের বিলাসিতা আছে যে বিভিন্ন রকম চুক্তি করবো। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের সামরিক চুক্তি করতে চায় না বাংলাদেশ।’
আরো পড়ুন :
> অভয়নগরে কথিত সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রেতাকে গণধোলাই
> শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেড়ীবাঁধে গর্তের সৃষ্টি
উল্লেখ্য, অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট (আকসা) এবং জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তির খসড়া বাংলাদেশকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন আছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার মতো বিলাসিতার ইচ্ছা সরকারের নেই। আমরা সবার আগে জনগণের ভাতের অধিকার নিশ্চিতে প্রাধান্য দিচ্ছি।
দুর্নীতি রোধে নিষেধাজ্ঞা আসছে- এমন কোনো তথ্য সরকারের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খুশি হব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিরা যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলে আমাদের দেশের সাংবাদিকরা সেসব নিয়ে প্রশ্ন করেন না। মতবিনিময়ের সময় একজন প্রস্তাব করেছেন যে, কীভাবে প্রশ্ন করতে হয় সেটা সাংবাদিকদের ওরিয়েন্টেশন দিতে।’
আগস্ট ১০, ২০২৩ at ২১:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর