যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সস্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার বাতিঘর। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।
বঙ্গবন্ধুর লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদায়ী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মত অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেররণার উৎস হয়ে ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলখানা থাকতেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতেন এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন।
আরো পড়ুন :
> ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার ৬ দিন পর মৃত্যু
> চৌগাছার কপোতাক্ষ নদের সেই ব্রিজ নেই, নেই কোন সাঁকো
বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিদেশীদের কাছে ধন্যা নিয়েছে। তারা ভাবছে বিদেশীরা তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দিবে কিন্তু সে সুযোগ বাংলাদেশের সংবিধানে নেই। সংবিধানের আইন অনুযায়ী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। অনুকোন দেশের এজেন্ডা বঙ্গবন্ধুর দেশে বাস্তবায়ন হবে না।
মঙ্গলবার বিকালে ঝিকরগাছা বোর্ডঘাটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুছা মাহমুদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ পত্নী ও জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারদিনা রহমান এ্যানি, মুক্তিযুদ্ধকালীন ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু অশোক দত্ত, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল কাদির টুল্লু, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রব, সাবেক জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি ও শাহানা খাতুন, উপজেলা আওয়ামী লীগ নেতা নিমাই ঘোষ, আক্তারুজ্জামান, শাহ আলম মিন্টু, মুনিরুল আলম মিশর, আবু সাঈদ মিলন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম-আরা চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ, উপজেলা যুবলীগ নেতা আলমগীর বাশার, লিন্টু বিশ্বাস, মিলন হোসেন সাদ্দাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক শামসুজ্জোহা লোটাস, উপজেলা তরুণ লীগের সভাপতি মনিরুল ইসলাম শিপলু, ছাত্রনেতা স্বদেশ রেজা প্রমূখ।
আগস্ট ০৮, ২০২৩ at ২০:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এআ/ইর