যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, এবিএম মেহেদী মাসুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সোমবার বিভিন্ন মামলার ১৩ আসামী কে গ্রেফতার করেছেন।
১। খলিল ফকির (৩৫) পিতা- মৃত ইউসুফ ফকির, সাং- কোটা বকুলতলা, থানা- অভয়নগর, জেলা- যশোরকে ১০০ গ্রাম গাঁজা, আসামী ২। মো. আকবর আলী (৩৪), পিতা- মো. ওমর আলী , সাং- বর্ণী, থানা-অভয়নগর, জেলা-যশোরকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ আসামীদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক ভাবে মামলা রুজু হয় ।
আরো পড়ুন :
> শাহজাদপুরের বাঘাবাড়ী তেলবাহী লরিতে আগুন, এলাকাবাসী আতঙ্কিত
> বেড়া উপজেলায় ৯ আগস্ট ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
গ্রেফতারী ওয়ারেন্ট ৩। পারিজারী- ২৮/২০১৯ মূলে আসামী মো. আরমান হোসেন, পিতা-আলী হোসেন মোড়ল, সাং- মহাকাল ভাঙ্গাগেট, ৪। জিআর-২৬৫/২২ মূলে আসামী বাশি রানী দাস (৪০), স্বামী- লগেন দাস, সাং- গ্রামতলা ৮ নং ওয়ার্ড, ৫। জিআর-২৬৫/২২ মূলে আসামী লগেন দাস (৬০) পিতা-ফনি দাস, সাং-গ্রামতলা (০৮ নং ওয়ার্ড), ৬। জিআর-২৬৫/২২ মূলে আসামী তপন দাস (২৫), পিতা- সুধান্য দাস, সাং- গ্রামতলা ৮ নং ওয়াড, ৭। জিআর-২২৩/১১ মূলে আসামী মো. ওমর গাজী, পিতা- আ. রহমান গাজী, সাং- ধোপাদি পশ্চিম পাড়া, ৮। জিআর-২২৩/১১ মূলে আসামী মো. ইবাদুল গাজী (২৫), পিতা- আব্দুল্লাহ, সাং- ধোপাদি ৯। জিআর- ২৬৫/২২ মূলে আসামী বিশ্বনাথ দাস, তরুন দাস, পিতা- সুধান্য দাস, সাং- গ্রামতলা (৮ নং ওয়ার্ড) ১০। জিআর-২২৩/১১ মূলে আসামী মো. শাহীনুর গাজী, পিতা- আব্দুল্লাহ, সাং- ধোপাদী, ১১। জিআর-২৬৫/২২ মূলে আসামী কৃষ্ণ দাস (৪২), পিতা- মৃত বুধো দাস, সাং- গ্রামতলা ৮ নং ওয়াড ১২। জিআর-২৬৫/২২ মূলে আসামী চয়ন দাস (২০) পিতা-কৃষ্ণ দাস, সাং-গ্রামতলা (০৮ নং ওয়াড) ১৩। জিআর-৩০৮/১৬ মূলে আসামী মো. বুলবুল আহম্মেদ (৩০), পিতা-মোঃ আনোয়ার শেখ, সাং-গুয়াখোলা প্রফেসর পাড়া শাহী মোড় সর্ব থানা- অভয়নগর, জেলা- যশোরদেরকে গ্রেফতার করেন সর্ব মোট ১৩ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৭/০৮/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আগস্ট ০৮, ২০২৩ at ১৩:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহোহৃ/ইর