ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী (৯আগস্ট)২০২৩ খ্রীঃ ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপজেলা প্রশাসন। চতুর্থ পর্যায়ে উপজেলায় ৯ আগস্ট আরো ২১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।
আরো পড়ুন :
> শীতলক্ষ্যায় ২৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, বালু ব্যবসায়ীকে জরিমানা
> গাজীপুরে আলোচিত অনলাইন জুয়ারি শাহীন গ্রেফতার
এর আগে ১৫২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস রিলিজ পাঠ করে শুনান।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও আশ্রয়ণ প্রকল্পের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগস্ট ০৭, ২০২৩ at ২১:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/ইর