খুলনার পাইকগাছায় ঘোষাল – মটবাটী সংযোগ সড়কটি নীচ হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকে।ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে প্রতিনিয়ত।
উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল ও মটবাটী গ্রামের সংযোগ স্থলে সড়কটি অবস্থিত।যার আরেক নাম কানা পুকুর রাস্তা। এটি গ্রাম্য সড়ক। পাশের প্রধান সড়ক থেকে এ সড়কটি অনেক নীচু।
আরো পড়ুন :
> তালায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের উপকারভোগীর টাকায়দালাল চক্রের ভাগ
> ২২ বছর পর রূপগঞ্জে চেয়ারম্যান হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
দু-ধারে শ’শ লোকের বসবাস। রাস্তার পুর্বদিকে কচুবুনিয়া,ভেটক,বাইশার আবাদ,মটবাটী মৌজার বিশাল বিল অবস্থিত।যেখানে কমপক্ষে ১৬’শ বিষা জমি।এ জমিতে কয়েক’শ লোক খন্ড খন্ড করে চিংড়ী ঘের করছে। এঘেরে চিংড়ী ও মাছ ব্যবসা করায় প্রতিদিন ৪০/৫০ জন ব্যবসায়ীসহ বহু লোক এ সড়কে যাতায়ত করে। কিন্তু একমাত্র এ সড়কটিতে বর্ষাকালে পানি জমাট বেঁধে থাকায় চরম দুর্ভোগের কবলে পড়তে হয় তাদের।
দীর্ঘদিন সড়কটি উঁচু ও পাকা করার দাবী করেছে স্থানীয়রা।বিশেষ করে ভোটের সময় সবাই সড়কটি উঁচু ও পাকা করে দেন মুখে মুখে। ভোটের পরে আর কারো খোঁজ থাকেনা বলে জানান স্থানীয় বাসিন্দা সুরজিৎ সরকার।
স্থানীয় বাসিন্দা ডা.তপন কুমার রায় বলেন, জনপ্রতিনিধিদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন আর বলতে ভাল লাগেনা। তিনি বলেন আপনাদের লেখনির মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আগস্ট ০৬, ২০২৩ at ১৭:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/ইর