যশোরে মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত: ডা. নিকুঞ্জ বিহারী সভাপতি, সাধন সম্পাদক

যশোর জেলা শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদারকে সভাপতি, স্বপন কুমার দাসকে নির্বাহী সভাপতি ও সাধন মল্লিক রনিকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। যশোর জেলা মতুয়া মিশনের আহ্বায়ক শ্রী স্বপন কুমার দাসের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন শ্রীশ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীপদ্মনাভ ঠাকুর, অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শ্রী শিশির কুমার বড়াল ও বাগেরহাটের শ্রী শ্রী অশ্বিনী গোসাই সেবাশ্রমের সভাপতি শ্রী কপিল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের গাইনী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার। কাউন্সিল সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আরো পড়ুন :
>> শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
>> ক্ষেতলালে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

এরআগে নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেত হন। সহশ্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় মতুয়া সম্মেলন। কাউন্সিল অধিবেশন শেষে যশোর জেলা মতুয়া মিশনের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আগস্ট ০৫ , ২০২৩ at ১৯ : ২৯ : ০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/শাস