শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও বগুড়া জেলা কমিটির নির্দেশনায় শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ।

শনিবার দুপুরে শিবগঞ্জ সদর ইউনিয়নের শ্রী শ্রী মধুগঞ্জেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবীর কুমার দত্তের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।

আরো পড়ুন :
>> ক্ষেতলালে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন
>> রাজনৈতিক সংকট নিরসনে ভূঞাপুরে সুজনের মানববন্ধন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শিবগঞ্জ উপজেলা সভাপতি প্রকৌশলী রামনারায়ণ কানু সহ-সভাপতি মোহনলাল কানু, প্রভাষক আশীষ কুমার রায়, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক শ্যামল মোদক, শ্রী শ্রী মধুগঞ্জেশ্বরী কালীমাতা মন্দিরের ম্যানেজিং সেবাইত শ্রী নারায়ণ চন্দ্র সরকার, মন্দির পরিচালনা কমিটির সদস্য প্রভাস কুমার সরকার, জয়ন্ত সরকার। আরও উপস্থিত ছিলেন প্রভাষক তন্ময় প্রাং, বিশ্বনাথ বসাক, উত্তম অধিকার, শুব্রত বসাকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গতঃ শিবগঞ্জ উপজেলার সকল শ্মশান, মহাশ্মশান ও মন্দিরে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। বৃক্ষের মধ্য রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছ।

আগস্ট ০৫ , ২০২৩ at ১৮ : ৫৪ : ০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/শাস