হাঁটু পানিতে চলছে বিএনপির সমাবেশ

ছবি- সংগৃহীত।

একদিকে বৃষ্টি, অন্যদিকে হাঁটু সমান পানিতে দাড়িয়ে চলছে বিএনপির সমাবেশ। শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে শুক্রবার প্রতিবাদ সমাবেশ করছে ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে।

আরো পড়ুন :

> বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা উপমন্ত্রীর শ্রদ্ধা
> বছরের পর বছর একই পদে, পদোন্নতি পেলেও বাড়ছে না বেতন

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, তীব্র বৃষ্টিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমেছে হাঁটুপানি। চলছে ভারী বৃষ্টিও। এর মধ্যেই জুমার পর থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। মিছিলের সঙ্গে আসা অধিকাংশ নেতাকর্মীই ছিলেন কাকভেজা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ার আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আগত নেতাদের কেউ কেউ ওই মঞ্চে অবস্থান নিয়েছেন। মঞ্চের পূর্ব পাশে প্লাস্টিকের কিছু চেয়ার রাখা হয়েছে। ওই চেয়ারের অর্ধেক পানিতে ডুবে আছে। মঞ্চের সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে নারী নেত্রীরা বসে আছেন। বৃষ্টিতে ভিজে আগত নেতাকর্মীরা নয়াপল্টনে এসে স্লোগান দিচ্ছেন।

আগস্ট ০৪, ২০২৩ at ১৭:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর