রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা

ছবি- সংগৃহীত।

কৃষ্ণ সাগর বন্দরের কাছে রাশিয়ার প্রধান রপ্তানি কেন্দ্র নভোরোসিস্কে একটি রুশ নৌঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রাশিয়ার একাধিক যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার (৪ আগস্ট) সকালে এ হামলা চালায় ইউক্রেন।

হামলাটি রাশিয়ার একটি তেল টার্মিনালের কাছে করা হচ্ছে। মূলত বন্দরটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার জন্য এ হামলা চালান হয়েছে।

> ডান পা ছাড়াই রোনালদোর ট্রিপল সেঞ্চুরি
> গর্ভ ভাড়া দিয়ে মা হওয়াই ‘নেশা’ এই তরুণীর

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ায় একাধিক নেটিজিয়ান জানান, তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন।

এটি রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক বন্দরে ইউক্রেনের প্রথম হামলা।এর আগে বুধ ও বৃহস্পতিবার ইউক্রেনের ওদেসা বন্দর ও শস্য গুদামে ভয়াবহ হামলা চালায় রাশিয়া।

আগস্ট ০৪, ২০২৩ at ১২:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর