সৌদি আরবের লম্বা ‘ট্রান্সফার উইন্ডো’ নিয়ে উদ্বিগ্ন ক্লপ

চলতি গ্রীষ্মের দলবদলে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে একের পর এক বড় মাপের খেলোয়াড় পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। দেশটিতে দলবদলের উইন্ডো বন্ধ হবে ইউরোপের তিন সপ্তাহ পর। ফলে আরও খেলোয়াড়দের সৌদি আরবের ক্লাবগুলোতে যোগ দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচ মনে করেন, এমন পরিস্থিতি তাদেরসহ ইউরোপের অন্য ক্লাবগুলোর জন্য মোটেও সহায়ক নয়।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে গ্রীষ্মের দলবদলের উইন্ডো বন্ধ হয়ে যাবে আগামী ১ সেপ্টেম্বর। তবে সৌদি আরবে তা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে ১ সেপ্টেম্বরের পর ইউরোপের ক্লাবগুলো নতুন করে খেলোয়াড় আর না টানতে পারলেও সৌদি প্রো লিগের দলগুলোর সামনে সেই সুযোগ থাকবে । ক্লপের দুশ্চিন্তা এই দিকটি নিয়েই।

আরো পড়ুন :

> তারেক-জোবাইদার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আজ
> ভারতের চাল রপ্তানি নিষেধাজ্ঞা

এবারের দলবদলে এরই মধ্যে লিভারপুল থেকে সৌদি ফুটবলে পাড়ি দিয়েছেন রবের্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও ফাবিনিয়ো। এর মধ্যে ফিরমিনোর অ্যানফিল্ডে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও বাকি দুজনকে কোনোভাবেই ছাড়তে চায়নি ক্লাব।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে এখন সিঙ্গাপুরে আছে লিভারপুল। মঙ্গলবার প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, সমস্যার সমাধানে ফিফা বা উয়েফার এগিয়ে আসা উচিত।

এই মুহূর্তে এটা বিশাল ব্যাপার। আমি মনে করি সবচেয়ে খারাপ বিষয় হলো যে, সৌদি আরবে দলবদলের উইন্ডো তিন সপ্তাহ বেশি খোলা থাকবে। আমি যা শুনেছি, তা যদি ঠিক হয়ে থাকে তাহলে অন্তত ইউরোপের জন্য এটি সহায়ক নয়।”

“উয়েফা বা ফিফাকে অবশ্যই এর সমাধান খুঁজে বের করতে হবে। তবে এই মুহূর্তে আমার ঠিক জানা নেই যে শেষ পর্যন্ত কী হবে।”

আগষ্ট ০২, ২০২৩ at ১২:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর