আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। দেশে নতুন সঙ্কট ঘনীভূত হবে।
আরো পড়ুন :
> একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৮৪
> শোকের আগস্ট বাঙালির দহনকাল
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে আয়োজিত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যালোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহূর্তও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
আগষ্ট ০১, ২০২৩ at ২০:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর