যশোরের অভয়নগরে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়া পৌর এলাকায় জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১ আগস্ট) সকালে ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া চৌরাস্তা এলাকায় এ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরো পড়ুন :
> চোরাই পথে আসা প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চিনি উদ্ধার -আটক ২
> সিলেটে তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক আল নূর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, দিগন্ত সামাজিক সংগঠনের সভাপতি ফয়সাল আহম্মেদ সজিব, সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ। প্রচার কার্যক্রমের সহযোগিতায় ছিল দিগন্ত সামাজিক সংগঠন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, ৬নং ওয়ার্ড থেকে শুরু করা হয়েছে। হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার মাইক ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আগষ্ট ০১, ২০২৩ at ১৬:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাহোহৃ/ইর