পুতিন আর ১০ বছরও বাঁচবেন না, বললেন জেলেনস্কি

ছবি- সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ‘১০ বছরও বাঁচবেন না।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জেলেনস্কি। এই সাক্ষাৎকারের একটি অংশ সোমবার (৩১ জুলাই) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

আরো পড়ুন :

> দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
> পুলিশের অনুমতি না পেলেও সমাবেশ করবে জামায়াত

সাক্ষাৎকারটিতে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, তার কাছে কী মনে হয় ইউক্রেনের যুদ্ধ সিরিয়ার যুদ্ধের মতো? এবং ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতোই হবে?

এর জবাবে জেলেনস্কি বলেন, ‘না এটি সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।’

তিনি আরও বলেছেন, ‘রাশিয়ান প্রেসিডেন্ট আর ১০ বছরও বাঁচবেন না। তিনি আর কোনোভাবেই আগের মতো নেই।’

আগষ্ট ০১, ২০২৩ at ১১:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর