“মানুষই মুখ্য! মাদককে না বলুন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক যৌথভাবে আয়োজিত মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালনের শুরুতে আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমানের নেতৃত্বে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
আরো পড়ুন :
> বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
> রাজাপুরে ফ্লিমি স্টাইলে স্ত্রীকে মারধর, খেলনা পিস্তল দেখিয়ে হুমকির মামলায় স্বামী গ্রেফতার
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমান এরে সভাপতিত্বে মাদকদ্রব্যের কারন, কুফল, ও পুনর্বাসনের উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, জেল সুপার আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাদ মাহমুমদ জয়, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ ইউথ ফাস্ট কনসার্ন এর প্রোগ্রাম ম্যানেজার মিন্টু হালদার।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিগন মাদকদ্রব্য নিয়ন্ত্রনে প্রশাসনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জুলাই ৩০, ২০২৩ at ১৯:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর