আরো পড়ুন :
> চাকরীর প্রলোভোন দেখিয়ে প্রতারণা ! শ্যামলী ও তার দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মামলা
> পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
কারন বর্তমানে যে কমিউটার ট্রেন চালু করেছে সেটি সকাল ৮ টায় রংপুর যায় কিন্তু চিলমারী ফিরে আসে রাত ১২ টার পর। দেখা সেই সময় যাত্রী শূন্য অবস্থায় ট্রেনটি থাকে। তবে রমনা মেইল ( লোকাল) ট্রেন চালু করলে সকালে জেলার উদ্দেশ্যে রওনা করে কাজ শেষ করে আবার দুপুরের ফিরতি ট্রেনেই ফিরে আসা যাবে। এতে সড়কপথে গেলে যে টাকা ব্যয় হত তা অনেক গুনে কমে যাবে। পাশাপাশি ব্যবসায়ীদের পরিবহন ব্যয়ও কমে যাবে। তাই দ্রুত রেলপথ মেরামত ও ট্রেন চালু করার দাবী জানান স্থানীয়রা।
এদিকে চিলমারী কমিউটার ট্রেন সকাল ৮ টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও মানববন্ধনের কারণে এক ঘন্টা দেরিতে ছেড়ে দেয়। এতে ভোগান্তির শিকার হয়েছেন স্কুল, কলেজসহ কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন কাজ যাওয়া যাত্রীরা।
জুলাই ৩০, ২০২৩ at ১৩:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর