মাতুয়াইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা মধ্যে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।শনিবার (২৯ জুলাই) সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ঢাকাগামী স্বদেশ অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়ছে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল ছুড়ছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন  :
> লালপুরে গনসংযোগ ও লিফলেট বিতরণ
> ঘোড়াঘাটে সড়কে প্রাণ গেল অজ্ঞাতনামা এক মানসিক রোগ গ্রস্থ বৃদ্ধার

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগার সংবাদ পায় নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

জুলাই ২৯, ২০২৩ at ১৪:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/মেমহ