বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। সেজন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।
বিষয়টি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে পুলিশ আমাদের মৌখিক অনুমোদন দিয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা সেটা মেনে নিয়েছি।
আরো পড়ুন :
> শৈলকুপায় বিভিন্ন প্রা: হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
> বিমানবন্দরে ৫১৭ গ্রাম স্বর্ণ সহ প্রবাসী যাত্রী আটক
তিনি বলেন, পরে সোহরাওয়ার্দী উদ্যানে চেয়েছিলাম। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কর্মদিবসে সভা সমাবেশের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। তাই সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে পারি। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন থেকে সমাবেশের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিতে চান না তারা।
এদিকে, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছে।
জুলাই ২৬, ২০২৩ at ১৯:০১ :০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর