রোহিঙ্গাদের ফেরানোর পাইলট প্রকল্প স্থগিতের আহ্বান

ছবি- সংগৃহীত।

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরানোর পাইলট প্রকল্প স্থগিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (৮ জুন) জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য এখনও নিরাপদ নয়। অথচ তাদের ফেরাতে, বাধ্য করছে বাংলাদেশ। তাই স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেয় জাতিসংঘ।

আরো পড়ুন :

> সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়
> জলাবদ্ধতায় নাকাল বরিশালের মানুষ

সম্প্রতি রোহিঙ্গাদের ফেরাতে একাধিক প্রতিনিধি দল দুই দেশ সফর করেন। প্রাথমিকভাবে ১১শ’ রোহিঙ্গা এবং বছর শেষে ৬ হাজার জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর আশা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের নির্দেশনা বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরে জানানো হবে।

জুন ০৯, ২০২৩ at ১০:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর