পাবনা সদর উপজেলা কৃষি অফিসে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনায় ২০২২-২০২৩ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী “বসতবাড়িতে বছরব্যাপী মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে অর্ধশত কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :

> আড়াইটন ভারতীয় চিনিসহ চোরাকারবারী আটক
> স্পেশাল ব্রাঞ্চ থেকে ১৩০ পুলিশ চায় বিমান বন্দর কতৃপক্ষ

এসময় উপস্থিত কৃষকদের পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনা সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমদ। পরে প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালেদিন আনাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ প্রমুখ।

জুন ০৪, ২০২৩ at ১৩:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/ইর