ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ৭ কর্মচারিকে শোকজ

ঝিনাইদহ চক্ষু হাসপাতালে ৭ কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।

জানা গেছে, ওই সময় বিভিন্ন দফতরের কার্যক্রম ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় বেশ কিছু অনিয়ম নজরে আসে তার। পরে হাসপাতালের নির্ধারিত পোশাক (ড্রেসকোড) না মেনে দায়িত্ব পালন করা ৭ কর্মচারীকে কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি। একইসাথে চক্ষুরোগীদের সেবা প্রদানের আরও যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্র্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

আরো পড়ুন :
> আম গাছে ‘সফেদা’! ভিড় মানুষের, খেতে সাহস পাচ্ছে না কেউ
> শার্শায় চাঁদাবাজির অভিযোগে আটক ১- মূল হোতারা ধারাছোঁয়ার বাহিরে!

এ সময় অন্ধ পুর্নবাসন কেন্দ্রের (চক্ষু হাসপাতাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঁচতলা ভবনের ৮০ শয্যার হাসপাতালটি জেলা শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর ২০০৩ সালে কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিদফতরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে অন্তত পাঁচ শতাধিক রোগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন।

জুন ০২, ২০২৩ at ১৮:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/ইর