শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে মারধর করল দুর্বৃত্তরা

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের ৩৭ নম্বর চেমটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক জানে আলম বিদ্যালয়ের  আমগাছ থেকে আম পাড়তে নিষেধ করায় শিক্ষককে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা।

আহত শিক্ষক জানে আলম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরো পড়ুন :

> শৈলকুপায় শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গলায় ফাঁস নিল মা
> কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন বিশ্বাস জানানবিদ্যালয়ের একটি আমগাছ থেকে আম পাড়ার পরিকল্পনা করছিলেন স্থানীয় সোনা মিয়াওয়াহাব আলীমোকশেদ আলীসহ কয়েক ব্যক্তি। তারা বিদ্যালঢের গাছে আম পাড়তে গেলে শিক্ষক জানে আলম (৩৮) নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সহায়তায় জানে আলমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষক জানে আলমের কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।

অভিযুক্ত সোনা মিয়াওয়াহাব আলী ও মোকশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সোনা মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার সজল মিয়া বলেন, ‘মারপিটের ঘটনাটি আমি শুনেছি। উভয়েরই দোষ আছে। ওই বিদ্যালয়ের জায়গাটি আমরাই দান করেছি। এখনো বিদ্যালয়ের জায়গা-সীমানা নির্ধারণ করা হয়নি।

কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেনঅভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেনবিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মে ৩০, ২০২৩ at ১৯:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রিকাগু/ইর