কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর বিএনপি’র আয়োজনে পৌর কার্যালয়ের সামনে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুরে পৌর বিএনপি’র আয়োজনে মেইন বাজার কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।

আরো পড়ুন :

> বাজেট অধিবেশন শুরু বুধবার
> শৈলকুপায় শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গলায় ফাঁস নিল মা

প্রধান আলোচক ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপিপ’র যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ প্রমূখ।

এসময় বক্তারা গণতন্ত্র পূণরুদ্ধারে সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে যোগ দিতে বলেন। সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইকরামুল হক, পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মিলন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোমিন মনোয়ার সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মে ৩০, ২০২৩ at ১৯:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এএরা/ইর