নারী ভক্তের নাক ভেঙে ক্ষমা চাইলেন এমবাপ্পে

ছবি- সংগৃহীত।

স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে চলছিল পিএসজির দলীয় অনুশীলন। এই সময় এমবাপ্পের নেওয়া বুলেট গতির এক শট সরাসরি গিয়ে আঘাত হানে স্ট্যান্ডে থাকা এক নারীর মুখে। তাতে নাক ভেঙে যায় সেই নারীর। প্রচুর রক্তপাতও হয়।

সঙ্গে সঙ্গে অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। ম্যাচ শেষে আবার লনের কিনারায় সেই সমর্থককে খুঁজে নেন ফরাসি তারকা।

আরো পড়ুন :
> খেলাপি ঋণ বাড়ছে যে কারণে
> বাস্তব জীবনে নেত্রী হতে চান বর্ষা

এবার তাকে আলিঙ্গন করে একটি সাঁতারের পোশাক উপহার দেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় ঠিকভাবে শট নিতে পারেননি এমবাপ্পে।

তার মিস শট সরাসরি চলে যায় সেই নারীর মুখ বরাবর। নাক ভেঙে রক্ত ছুটতে থাকে সেই নারীর। তাকে তখন ডাগআউটে এনে প্রাথমিক শুশ্রূষা করেন পিএসজির চিকিৎসকরা। এমবাপ্পেও অনুশীলন থামিয়ে সেই নারীর কাছে যান, ভুলের জন্য ক্ষমা চান।

শনিবার এমন অঘটন ঘটার রাতে অবশ্য পরে উৎসবে মেতেছে পিএসজি। স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফেলেছে লিগ ওয়ানের ক্লাবটি।

মে ২৯, ২০২৩ at ১১:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর