৪,৪৩৫ সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন

ছবি- সংগৃহীত।

গাজীপুর সিটি কর্পোরেশন ভোটের সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজ পর্যবেক্ষণ করছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনার ও ইসি সচিব।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টা থেকে ইভিএম গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরো পড়ুন :
> প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার
> গাজীপুরে বিপুল ভোটার উপস্থিতি, ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

সিটি ভোট সুষ্ঠু করতে মরিয়া ইসি। এ সিটির ৪৮০টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় এনেছে, যার মধ্যে ৩৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যা নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে ।

প্রয়োজনে কোন অনিয়ম বা কেন্দ্রের ভিতর অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে, ব্যক্তি প্রবেশ করলে প্রিজাইডিং কর্মকর্তাকে সতর্ক করা হচ্ছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিট্রেটকে বিষয়টি তাৎক্ষণিক ভাবে সমাধানের নির্দেশনা দিচ্ছেন সিইসি। প্রতি দু’ঘন্টা অন্তর সাংবাদিকদের কাছে সিসি টিভিতে কোন অনিয়ম পাওয়া গেলে তা বলা হবে বলেও ইসির সহকারী পরিচালক জনসংযোগ জানান।

মে ২৫, ২০২৩ at ১২:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর