ঝিনাইদহে জাল সনদে চাকরি করছেন ১৪ জন শিক্ষক

ছবি- সংগৃহীত।
সম্পত্তিকালে সারাদেশে কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাল সনদে চাকরি করছেন ৬৭৮ জন শিক্ষক। তাদের মধ্যে ঝিনাইদহ জেলাতে রয়েছে ১৪ জন শিক্ষক।

এরা হলো ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক (কৃষি) মো. মামুন অর রশিদ , ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের (ধর্ম) সহকারী শিক্ষক তপন কুমার, বাসুদেবপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুর রহমান, হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুদ্দিন, হাজী আরশাদ আলী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ রাশেদুল ইসলাম, ঝিনাইদহ লালন একাডেমীর কম্পিউটার শিক্ষক রাজিয়া খাতুন, কালিগঞ্জ শহীদ নুর আলী কলেজের (তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ) এর প্রভাষক মো. শামসুল হক ও রফিকুল ইসলাম, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক হাজেরা খাতুন, কোটচাঁদপুর এসডি কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক শাহনাজ পারভিন হীরা, বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মহাফুজা খানম ও কম্পিউটার শিক্ষক শামীমা আক্তার, মহেশপুর উপজেলার গুড়দহ মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোস্তাফিজুর রহমান উল্লেখযোগ্য।

এদেরকে অবিলম্বে চাকরিযুক্ত করে এমপিওভুক্ত বাতিল করে এদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

মে ২৪, ২০২৩ at ১৮:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/ইর