বগুড়ায় ড্রাগ লাইসেন্স না থাকায় জরিমানা

বগুড়ায় বুধবার (২৪ মে) বেলা ১২টায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান ও ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মেরিনা রোড খান মার্কেটের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৫টি ঔষধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা। জরিমানা বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মুয়ীদুর রহমান।

আরো পড়ুন :
> আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি মাদককারবারীদের রাখতে তোড়জোড়
> অভয়নগরে শুভসংঘের উপহার পেয়ে খুশি ভ্যান ও রিক্সাচালক ভাইয়েরা

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মুয়ীদুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা খান মার্কেটের তৃতীয় তলায় একটি অভিযান পরিচালনা করি। এই সময় ড্রাগ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন যাবৎ ঔষধ ব্যবসা পরিচালনা করায় ৫টি দোকানকে দি ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮ (গ) এবং ২৭ ধারায় ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত দোকান গুলো হল শাফি ফার্মেসি, মনির মেডিকেল স্টোর, ওমার মেডিসিন স্টোর, নাফিসা ফার্মেসি ও ডলফিন মেডিকেল স্টোর। তিনি আরো জানান, অভিযানের সময় জেলা পুলিশ ও এপিবিএন এর একটি চৌকশ দল উপস্থিত ছিলো।

মে ২৪, ২০২৩ at ১৬:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাইর/ইর