
২১মে,রবিবার,রাত দেড়টায় অভিযানে ফেনী মডেল থানাধীন একটি নির্মানাধীন ভবনে হতে গ্রুপের গ্যাং প্রধান ১। মো. রিপন (২৫), পিতা- মো. মনির, সাং- গুনবতী, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ২। নাঈম ইসলাম (১৮), পিতা- নূর ইসলাম,সাং- কালিকাবাড়ি, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট এবং ৩। মো. ইয়াছিন খান (১৯), পিতা- কালুখা, সাং- জিওধারা, থানা-মংলা, জেলা- বাগেরহাটদেরকে আটক করতে সক্ষম হয়।
আরো পড়ুন :
> ঝিনাইদহে ১৬০ কেজি পলিথিন জব্দ মালিক লাবনীকে জরিমানা
> কালীগঞ্জে স্কুলছাত্রকে ট্রাক্টর দিয়ে পিষে মারার দায়ে ট্রাক্টর চালক আটক
7 STAR নামক এই গ্রুপটি ফেনী মডেল থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি,ছিনতাই, চাদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার মো. রিপন 7 STAR গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত। এছাড়াও এই গ্যাং এর সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী এবং মাদক সেবন করে বলে জানা যায়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মে ২৩, ২০২৩ at ২০:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমা/ইর