ধান ক্ষেত থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ের ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক। এসময় ধাণ ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে।

আরো পড়ুন :
> চুক্তি ছাড়াই সমাপ্ত বাইডেন-ম্যাককার্থির বৈঠক
> ইবির রেজিস্ট্রার পদের লোভে গোপনে কাঁদা ছোড়াছুড়ি

পরে তারা বিষয়টি ছড়িয়ে দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা ওই নারীকে মেরে বেশ কয়েকদিন আগে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। সে কারনে শরিরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলে জানান তারা। তবে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়ায় যায়নি। মরদেহটি ময়নাতদন্ত জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মে ২৩, ২০২৩ at ১৬:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআআ/ইর