যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধি যুবক নিহত

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে রনি হোসেন (২০) নামে এক বাক প্রতিবন্ধি যুবক নিহত হয়েছে। নিহত রনি উপজেলার শ্যামলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে জন্ম থেকে বাক প্রতিবন্ধি।

সোমবার বিকাল ৫টার পরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনার উদ্যেশ্যে যাওয়ার সময় শার্শা উপজেলার গেট শ্যামলাগাছি নামক স্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

আরো পড়ুন :
> কালীগঞ্জে কৃষকের এক বিঘা পটল ক্ষেত কাটল দুর্বৃত্তরা
> তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করছে ‘আমি নই, আমরা‘ শ্লোগান

শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দির আহম্মদ তোতা জানান, নিহত রনি জন্ম থেকে বাক প্রতিবন্ধি। সে চলা ফের করলেও কানে শুনতে পারতো না। রেল লাইন পার হওয়ার সময় দ্রুত ট্রেন চলে আসলে সে শব্দ শুনতে না পারার কারণে কাটা পড়ে তার একটি পা ও একটি হাত কেটে যায় এবং গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মে ২২, ২০২৩ at ২০:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোওগ/ইর