যশোর তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করছে ‘আমি নই, আমরা‘ শ্লোগান

যশোর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করছে আমি নই আমরা শ্লোগান। দলের ভেতর সকলে এক ও অভিন্ন বোঝাতে এই নতুন শ্লোগানটিকে দলীয় কর্মীরা গ্রহণ করে নিয়েছেন।

কয়েকটি ইউনিয়নে কথা বলে জানা যায়, নেতাদের মধ্যে বিভেদ থাকলেও, কিন্তু আওয়ামী লীগের কর্মীদের ভেতর বিভেদ নেই। তারা দল ও দলীয় প্রতীকের প্রতি ভালোবাসা ও দায়িত্ব নিয়েই কাজ করতে চান। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানো সম্ভব না তারা মনেপ্রাণে বিশ্বাস করে।

আরো পড়ুন :
> ঘোড়াঘাটে গরু চুরি আতংক
> স্কুল ছাত্রী অপহরণের পরে পালিয়ে আসলেও ১৩ দিনের মাথায় আবারো অপহরণ

এ বিষয়ে যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম হিরন বলেন, ইউনিয়নে ইউনিয়নে আমি নই আমরা শ্লোগানে তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে। তারা আওয়ামী লীগের দলীয় যেকোনো কাজে বিভেদ ভুল এগিয়ে আসতে চায়।

আ. ন. ম আরিফুল ইসলাম হীরা বলেন, আমরা প্রতিটি জেলায় আমি নই আমরা শ্লোগান ছড়িয়ে দিতে চায়, দলের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ করতে চায়।

মে ২২, ২০২৩ at ২০:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর