তুরাগ নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

ছবি- সংগৃহীত।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়াপাড়ার তুরাগ নদীর গুদারাঘাটে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) দুপুরে উদ্ধারকৃত লাশটির কোনো পরিচয় পাওয়া না গেলেও পুলিশ অনুমান করছে বয়স আনুমানিক ত্রিশ বছর হবে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকাবাসী দুপুরে তুরাগ নদীতে রশি দিয়ে পেঁচানো একটি লাশ ভাসতে দেখে। ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তারা বছিলা নৌ পুলিশের সাহায্য নিয়ে লাশটি উদ্ধার করে।

মে ২২, ২০২৩ at ১৫:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেরইমি/ইর